মোঃ সজিব সরদার
নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালীর দুমকী উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা গ্রামে দিনের আলোয় প্রকাশ্যে হামলার অভিযোগ মোঃ রবিউল শিকদার ওরফে ‘হাত কাটা রবিউল’-এর বিরুদ্ধে।
মঙ্গলবার(৬ আগস্ট) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার আঙ্গারিয়া ইউনিয়নের জলিশা ৯ নং ওয়ার্ডের বাসিন্দা রাসেল হাওলাদার (পিতা: ইদ্রিস হাওলাদার)-এর ওপর চড়াও হয় রবিউল।
স্থানীয় সূত্রে জানাযায় , ঘটনার সূত্রপাত মাদক সংক্রান্ত কোনো বিবাদ থেকে হতে পারে। তবে ভুক্তভোগী ও অভিযুক্তের মধ্যে রাজনৈতিক, পারিবারিক বা পূর্বের কোনও বিরোধ নেই।
আহত রাসেলকে উদ্ধার করে চিকিৎসার জন্য দুমকী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য বরিশালে রেফার করেছেন।
ভুক্তভোগীর পরিবারের সদস্যরা আহতের সেবাযত্নে ব্যস্ত থাকায় তাঁদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অন্যদিকে, অভিযুক্ত রবিউলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তার ফোন নম্বর মেলেনি।
স্থানীয়দের দাবি, ‘হাত কাটা রবিউল’ এলাকায় আগে থেকেই বিতর্কিত নাম। তবে এই হামলার ঘটনায় এলাকায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে সে।
এ বিষয়ে দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) জাকির হোসেন বলেন, “এখনও কিছু জানি না। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।